ভোটগ্রহণ শুরু হয়েছে নোয়াখালীর সদর, সেনবাগ, বেগমগঞ্জ ও হাতিয়ার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের । আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি।

সুষ্ঠুভাবে নির্বাচনে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় টহল দিচ্ছেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, সকাল ৮টায় শুরু হওয়া নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী কেন্দ্রে পুলিশ, বিজিবি, র‌্যাব, গোয়েন্দা শাখা ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, বুধবার জেলার সদর উপজেলার বিনোদপুর, বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহম্মদপুর এবং হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নের ৭৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে।

সদরের একটি ইউনিয়নে ১৭ হাজার ৭৮৭ জন, বেগমগঞ্জের একটি ইউপিতে ২৩ হাজার ৫৭৯ জন, সেনবাগের তিনটি ইউপিতে ৬৫ হাজার ৪০২ জন এবং হাতিয়ার দুটি ইউপিতে ৬২ হাজার ৯৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031