পুলিশ ঢাকার সাভারে পৃথক স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে । সোমবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগাড়ি ও আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো ও জামগড়া চিত্রশাইল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ভাকুর্তা ইউনিয়নের নলাগাড়ি এলাকার মো. মান্নান (৪০), আশুলিয়ার জিরাবো এলাকার গৃহবধূ সুমনা (২৫) ও চিত্রশাইল এলাকার যুবক শাহ-আলম (১৭)।
পুলিশ জানায়, সকালে ভাকুর্তা ইউনিয়নের নলাগাড়ি এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মো. মান্নান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
অন্যদিকে সকালে আশুলিয়ার জিরাবো এলাকার নিজ স্বামী শ্রী চন্দন সরকারের বাড়ি থেকে গৃহবধূ সুমনার রহস্যজনক মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া একই ইউনিয়নের চিত্রশাইল থেকে কফিল উদ্দিনের ভাড়াবাড়ি থেকে শাহ-আলম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ তিনটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কিভাবে ওই তিনজনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষ রয়েছে বলেও জানান দুই পুলিশ কর্মকর্তা।
