প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার অতল গর্ভে তলিয়ে গেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন । গণমাধ্যমে গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সরকার অজানা আতঙ্কে সব সময় উদ্বিগ্ন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এমন বক্তব্যে বিএনপির হতাশা এবং রাজনৈতিক দৈন্য উন্মোচিত হয়েছে। শেখ হাসিনা সরকারের সঙ্গে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোনো উদ্বেগের কারণ নেই। বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন।’

বিএনপির বিরোধিতা সত্ত্বেও শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি। এ থেকেই বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপির দায়িত্বহীনতা ও দ্বিচারিতা গণতন্ত্র বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে।’

বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘তবু দলটি আত্মবিশ্বাসী ও অপরিণামদর্শী রাজনীতি চর্চাই করে যাচ্ছে। তারা দেশবিরোধী ও উন্নয়নবিরোধী প্রচার ও গুজবে বিশ্বাসী। প্রকৃতপক্ষে বিএনপি ষড়যন্ত্রপ্রিয় জনবিরোধী অপশক্তি।’

বিএনপি কখনো বিপদে মানুষের পাশে দাঁড়ায় না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বানভাসি মানুষের পাশে যখন সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করছে তখন বিএনপি নেতারা লোকদেখানো ফটোসেশনে ব্যস্ত।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031