প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শহরে রেল ক্রসিংয়ের উপর পর্যায়ক্রমে ওভারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন । গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তার এ নির্দেশনার কথা সংবাদ ব্রিফিংয়ে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে যুক্ত ছিলেন। খবর বিডিনিউজের।

সভার শুরুতে পদ্মা সেতু বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিকল্পনামন্ত্রী। বৈঠকে শেষে সংবাদ বিফ্রিংয়ে মন্ত্রী বলেন, ‘সভায় মাননীয় প্রধানমন্ত্রী সব শহরে রেল ক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মসলা চাষ ও গবেষণা বাড়ানোর কথাও বলেছেন।’

রেল ক্রসিংয়ের ওপর ওভারপাস ও মসলা চাষ সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদনের সময় আলোচনাকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সরকারপ্রধান বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় নতুন সড়ক নির্মাণের বিষয়েও কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী জানান।

এদিন একনেকের বৈঠকে ২ হাজার ২১৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা ও বিদেশি ঋণ থেকে ৩৪১ কোটি টাকা পাওয়া যাবে বলে সংবাদ বিফ্রিংয়ে জানানো হয়।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031