জীবন ত্রিপুরা (২৬) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় । আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ির পাকজ্জাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জীবন ত্রিপুরা রাঙামাটির রাজস্থলী এলাকার বাসিন্দা।

ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এবং প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা জানান, সকাল ৯টার দিকে দীঘিনালা ইউনিটের সংগঠক জীবন সাংগঠনিক কাজে বাবুছড়ায় যাচ্ছিলেন। এ সময় ধনপাতা এলাকায় ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে ধরে হাত-পা বেঁধে গুলি করে হত্যা করে। এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেন তারা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহমেদ জানান, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন। যদি এমন কিছু ঘটে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031