এপিবিএন সদস্যরা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের নিখোঁজ ব্লক চেয়ারম্যান একরামকে (৪২) অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে। গতকাল শনিবার ভোররাত পৌনে ৩টার সময় উপজেলার হ্নীলা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মো. হাসিমের ছেলে ও সি ব্লক কমিটির রোহিঙ্গা প্রতিনিধি।
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, একরাম গত ৯ জুলাই টেকনাফের হ্নীলা বাজারে গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ হন। তখন থেকে তাকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রাখে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার ভোররাত পৌনে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বাজারে অভিযান চালিয়ে একরামকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নয়াপাড়া আইপিডি হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রেরণ করে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসপি তারিকুল ইসলাম তারিক।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
