হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী সম্প্রচার আইনের খসড়া চূড়ান্ত বলে জানিয়েছেন । তিনি বলেন, খুব শিগগিরই এই আইনটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান হাসানুল হক ইনু।

গত ২০ এপ্রিল মতামতের জন্য সম্প্রচার আইন ২০১৬ এর খসড়া তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়।  ৪ মে পর্যন্ত খসড়া আইনের ওপর মতামত নেয়া হয়। এরপরই চূড়ান্ত করা হয় এই আইনটির খসড়া।

জেল-জরিমানার বিধান যুক্ত করে এই আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সম্প্রচার আইনের বিধিবিধান বা প্রবিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, কমপক্ষে পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেয়া হবে।

এরপরও সম্প্রচার আইনে অপরাধ চলতে থাকলে প্রতিদিনের জন্য অপরাধীকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার সুযোগ থাকছে। এছাড়া বলা হয়েছে, লাইসেন্স ছাড়া সম্প্রচার মাধ্যম পরিচালনা করলে জরিমানা সর্বোচ্চ ১০ কোটি টাকা।

২০১৪ সালের ৬ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশিত হয়। এরপর গণমাধ্যমে প্রতিক্রিয়া তৈরি হয়। নীতিমালায় জাতীয় সম্প্রচার কমিশন করার কথা ছিল। সেই কমিশন গঠনের জন্য আইনের খসড়া প্রণয়নে ৪০ সদস্যের কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়। এই কমিটি খসড়াটি প্রণয়ন করেছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031