দেশের নারী ফুটবল দল প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছে বাংলার বাঘিনীরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে ২১ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশে পা রাখেন তারা। আর তাদের বরণ করে নিতে উল্লাসে মেতেছিল গোটা দেশের মানুষ।

এবার এই বাংলার বাঘিনীদের শুভেচ্ছা জানাতে ছুটে গেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আজ মঙ্গলবার সকালে বাফুফে ভবনে গিয়ে তাদের সঙ্গে আনন্দঘন সময় পার করেন এই অভিনেত্রী। এ সময় খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন- সাবিনা খাতুন, আঁখি খাতুন, সোহাগী, ঋতুপর্ণা চাকমা, শিউলী আজিম, মাসুরা পারভীনসহ অনেকে।

ক্যামেরাবন্দি মূহুর্তগুলো ফেসবুকে শেয়ার করে ভাবনা লিখেছেন, ‘আমাদের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন। এ শুধু একটি টুর্নামেন্টে বিজয় নয়, নারীর প্রতি অবমাননা, নারীকে হেয় করার প্রবণতা, পুরুষতান্ত্রিক নৃশংসতা-এর সব কিছুরই জবাব; বাংলাদেশ নারী ফুটবল দলের এই বিজয়। কত বড় বড় বাধার প্রাচীর দুমড়ে-মুচড়ে নারী খেলোয়াড়দের এগিয়ে যেতে হয়, সেটা সবাই জানে। ক্রীড়াঙ্গনে পা ফেলতে হলে নারীদের কত দিকের, কত প্রতিবন্ধকতা পার হতে হয়, সে ব্যাপারও কারও অজানা নয়। রক্ষণশীল, পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক মানসিকতা ভাবনাজগৎকে গ্রাস করতে থাকলে মুক্তি মেলে না। আমরা এখনো সেই মানসিকতার বিরুদ্ধে জয়ী হতে পারিনি।’

তিনি আরও লিখেছেন, ‘এ রকম পরিস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েরা দেশের জন্য বয়ে এনেছেন বিশাল সম্মান। আমি অপেক্ষায় ছিলাম কবে জড়িয়ে ধরব, তাদের বলব চিৎকার করে, একসঙ্গে দাবায় রাখতে পারবা না।’

এদিকে, খেলোয়াড় মাসুরা পারভীন তার ফেসবুকে সে সময়ের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘চিত্রনায়িকা ভাবনা আপু আমাদের বাফুফে ভবনে এসে আমাদের সঙ্গে কিছু সময় কাটান, গল্প করেন এবং কেক কাটেন। খুব সুন্দর সকাল শুরু করলাম।’

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031