জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল শুক্রবার দুপুরে ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে । এ সময় নগরীর বেশিরভাগ নিচু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। তবে বৃষ্টির স্থায়ীত্ব বেশিক্ষণ না হওয়ায় পানিও দ্রুত নেমে যায়। জানা গেছে, বৃষ্টির পানিতে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চাক্তাইয়ের সোবহান সওদাগর রোড, চালপট্টি, ড্রাম পট্টি, রাজাখালী রোড, পূর্ব বাকলিয়া, ইসমাইল ফয়েজ রোড, আবু জহুর রোড, মিয়া খান নগর মাদ্রাসা রোড, চাঁন মিয়া লেন, বাইদ্দার টেক, ইছহাকের পুল, তক্তার পুল, পাথরঘাটা আশরাফ আলী রোড, চকবাজার, বহদ্দারহাট, হালিশহর, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পুরনো ভবনের সামনে এবং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার নিচু এলাকা পানিতে তলিয়ে যায়।
বাকলিয়ার মিয়াখান এলাকার বাসিন্দা মো. আবদুল হালিম বলেন, হঠাৎ বৃষ্টিতে ঘরে পানি ঢুকে গেছে। যার কারণে দুপুরে রান্না করাও সম্ভব হয়নি। অপরদিকে আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা সৈয়দ নুর বলেন, বৃষ্টিতে আমাদের ভোগান্তি পোহাতে হয়েছে। এখানে সামান্য বৃষ্টিতেই পানি উঠে যায়। আবাসিকের ভিতরে সড়ক উচু করে কোনো লাভ হয়নি। পতেঙ্গা আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী জানান, আজ (গতকাল) ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকালও (আজ) আকাশ আংশিকসহ বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আজ (গতকাল) চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031