১১২ জনকে গ্রেপ্তার করেছে এবং ৭২ হাজার ৫৭৫ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয় সেপ্টেম্বর মাসে অভিযান চালিয়ে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, সেপ্টেম্বর মাসে ৪১৪টি অভিযান চালিয়ে ১১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৬টি মামলায় ৭২ হাজার ৫৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ৫ কেজি ৯৬০ গ্রাম গাঁজা ও ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এর আগের মাসে ৩৫৫টি অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ৮৩টি মামলায় ৪০ হাজার ৫০৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ৫ কেজি ৪৪০ গ্রাম গাঁজা ও ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
