বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন। এই দেশকে কালিমা লেপন করতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে বাধা সৃষ্টিকারীরা কখনো ভালো মানুষ হতে পারে না, তারা ধর্মের লেবাসধারী। চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে আমি শিশুকাল থেকে দেখে আসছি। এখানে আসলে মনে প্রসন্নতা জাগে। বিহার নির্মাণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

তিনি গতকাল শুক্রবার বাংলাদেশ বৌদ্ধ সমিতি পরিচালিত নগরীর ডিসি হিল মঞ্চে ঐতিহাসিক চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসবে পুণ্যার্থীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

দানানুষ্ঠানে আশীর্বাদক ছিলেন প্রদান করেন ত্রয়োদশ সংঘরাজ চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথের। উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথের ধর্মপ্রিয় মহাথেরো’র সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন- প্রকৌশলী মৃণাল কান্তি বড়য়া। বক্তব্য দেন, বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া, অ্যাডভোকেট সুনীল কান্তি বড়ুয়া, চীবর দান উদযাপন পরিষদের সভাপতি লায়ন আদর্শ কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক সাধন কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পী।

ধর্মালোচনা করেন- প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, বিপুলসেন মহাস্থবির, প্রজ্ঞাদর্শী স্থবির, এস. প্রজ্ঞামিত্র থের। প্রধান ধর্মদেশক ছিলেন- নন্দশ্রী থের। ২য় পর্বের সঞ্চালনা করেন বৌদ্ধ সমিতি যুবর সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সপু বড়ুয়া। সকালে প্রথম পর্বে অস্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপত্বি করেন উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথের। এ পর্বে প্রধান অতিথি ছিলেন আচারিয়া সুগতশ্রী মহাথের। ধর্মকথা বর্ণনা করেন-এম বোধিমিত্র থের, আর্যপ্রিয় থের, প্রিয়রত্ন থের, পরমানন্দ মহাথের, শীলজ্যোতি মহাথের, শাসনজ্যোতি ভিক্ষু, মুদিতারত্ন ভিক্ষু, উদ্বোধনী বক্তব্য দেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুগ্ম মহাসচিব অরুণ কুমার বড়ুয়া দেবু। ১ম পর্ব সঞ্চালনায় ছিলেন-নয়ন বড়ুয়া।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031