অন্তত সাতজন আহত হয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে । আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন দফায় এ সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বানেশ্বরে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে কয়েকজন বক্তব্য দেন। এ নিয়ে ওইদিন সন্ধ্যায় খুটিপাড়া এলাকার সাহাবুদ্দিন ও নামাজগ্রাম এলাকার ডিস কালাম গ্রুপের মধ্যে তিন দফা হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে আজ সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দি বলেন, কয়েক দফায় স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আহতদের নাম এখনো জানা যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share Now
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31