আক্তার হোসেন রানা

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তি দাবিতে ও কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ, মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে পাহাড়তলী থানা যুবদল।

মিছিল শেষে থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু’র সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্তমানে দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং চলছে এর ফলে এসএসসি পরিক্ষার্থীরা অস্বাভাবিক দুর্ভোগের শিকার হচ্ছে, কৃষক সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেদিকে কোন ভ্রুক্ষেপ না করে বিগত দিনের ন্যায় ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী মতের নেতা-কর্মীদের উপর বিভিন্ন কৌশলে নির্যাতন নিপিড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। অবৈধ সরকার আন্দোলন যখন দানা বেধে উঠছে ঠিক সেই সময় মামলা, হামলা চালিয়ে বিরোধী মতকে স্তব্ধ করতে চায়। এই সকল হীন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় দেশে উদ্ভুদ পরিস্থিতির সকল দায় সরকারকেই বহন করতে হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ, মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, চকবাজার থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেলিম, মোহরা ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মো:
জয়নাল আবেদীন, মহানগর যুবদল নেতা মো: ইফাজ খাঁন, কোতোয়ালী থানা যুবদল নেতা সাইফুল ইসলাম, পাঁচলাইশ থানা যুবদল নেতা মোহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ হালিম, মোহাম্মদ হাসান, রায়হান ও সদরঘাট থানা যুবদল নেতা আবদুল মান্নানসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেত্ববৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দাবী জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদল সহ সভাপতি মিয়া মোঃ হারুন, সহ সম্পাদক হোসেন উজ জামান, মঞ্জুরুল আলম মঞ্জু, মোহাম্মদ ইউসুফ, সদস্য আফসার উদ্দোলা অপু, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মিলন, শফিকুর রহমান, দেলোয়ার হোসেন ফরহাদ, আনোয়ার হোসেন, নূরুল আলম নুরু, জানে আলম লাদেন, দিদারুল আলম, শামসুল হক রানা মির্জা, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদল আহবায়ক সাইফুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল খাঁন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল ফিরোজ টিপু, যুগ্ম আহবায়ক এম এইচ অভি, মাহাবুব আলম, এতে থানা যুবদলের সদস্য নূর আলম, মোহাম্মদ লেদু, আবু তাহের, পাহাড়তলী থানা ছাত্রদল যুগ্ম আহবায়ক মহিন, মোঃ কাউছার, মোহাম্মদ রাজু, সদস্য মামুন, আরিফ, মোহাম্মদ ইয়াসিন, সাদ্দাম, শাহাদাৎ, মোর্শেদ, মোঃ রহিম, বাবু, শাকিল, কবির, সামশু, হৃদয়, তারেক, আরাফাত,কামাল, দেলোয়ার, মামুন, তারেক, লিটনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031