পুলিশের পোশাক পরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় । পরে তাদের আহলাদিপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার বসন্তপুর এলাকার জুট মিলের সামনের হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বিচিত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে জুনায়েদ পাটোয়ারী (৩১), মুকুন্দিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সৌরব হোসেন (২০)।
স্থানীয়রা জানান, পুলিশের পোশাক পরে হাইওয়ে পুলিশ পরিচয়ে সড়কে গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করছিল তারা। তাদের আচরণ স্থানীয় ও চালকদের সন্দেহ হলে দুজনকে আটক করে। পরে আহলাদিপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাদের একজনের পোশাকে এসআই সিরাজুল ইসলাম নেম প্লেট ঝুলছিল।
আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজিকালে দুজন ভুয়া পুলিশকে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে আমাদের নিকট হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
