উন্নয়ন আরও হবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, কর্ণফুলীতে উন্নয়ন হচ্ছে, । বাকি উন্নয়নের দায়িত্বটাও আমি নিতে চাই। গতকাল শুক্রবার দুপুরে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গুরামিয়া জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশে এসব কথা বলেন মন্ত্রী।

ভূমিমন্ত্রী আরও বলেন, সমপ্রতি পুরাতন ব্রিজঘাট বাজারে সিডিএ উচ্ছেদ অভিযান চালায়। আর স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতির বিষয়ে আমি খোঁজ নিয়েছি। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিভাবে স্থায়ীভাবে পুনর্বাসন করা যায় সে লক্ষ্য নিয়ে আলাপ–আলোচনা করা হচ্ছে। আইনিভাবেও একটি ব্যবস্থা নেয়া হবে। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ্‌ নুরী, উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউএনও মো. মামুনুর রশিদ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিম আলী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ছাবের আহমদসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031