ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ান বাহিনীর ছোড়া ১৩ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে । আজ শুক্রবার রাতজুড়ে ইউক্রেনের পশ্চিমে এক বিমান ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। খবর এএফপির।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, দখলদার বাহিনীর ১৩টি ক্ষেপণাস্ত্র ২৩ জুন ধ্বংস করা হয়েছে। খামেলনিস্কি অঞ্চলে এক বিমানঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

অঞ্চলটির মেয়র শহরে বিস্ফোরণের তথ্য জানান। যুদ্ধের আগে অঞ্চলটিতে অন্তত দুই লাখ ৭৫ হাজার লোকের বাস ছিল। তিনি এসময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪৮৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930