নিজের পকেটের মোবাইল ফোনটাই এখন বড় শত্রু। সরকার বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। বিরোধী দলকে দমনের জন্য এবং বিরোধী মতকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তারা এটা করছে।

শনিবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে চিঠি দিচ্ছে বিভিন্ন জায়গায়, ২০১৩ সালে যেসব মামলা করা হয়েছে সেগুলো দ্রুত দুই মাসের মধ্যে শেষ করতে। চার্জশিট দিয়ে শেষ করতে হবে, আর আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের বলা হচ্ছে দুই মাসের মধ্যে সব রায় দিয়ে দিতে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাজ হলো কীভাবে বিরোধী দলকে আটকে রাখা যায়, বিরোধী দলের নেতাকর্মীদের নির্বাচন থেকে বেআইনি ঘোষণা করা যায়, কীভাবে দেশে এমন একটি অবস্থার সৃষ্টি করা যায় যাতে করে বিরোধী দল নির্বাচনে না আসতে পারে। তবে, এবার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। প্রতিদিন আওয়ামী লীগের চেহারা বদলে যাচ্ছে। যার ভালো ঘর ছিল না তার এখন ৫তলা বাড়ি। যারা সাইকেল চালাতো না তারা এখন দামি দামি গাড়ি চালায়। তাদের ছেলে একটা, মেয়ে আরেকটি গাড়ি চালায়।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪টি নির্বাচন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব নির্বাচন নিয়ে আলোচনা ওঠেনি। জনগণ মেনে নিয়েছে। ২০০৮ সালে কারচুপির মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ সরকারে এলো, ২০১৪-এর নির্বাচনে আগে সিটি করপোরেশন নির্বাচনগুলো হলো। দেখা গেল, ৫ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা লক্ষাধিক ভোটে জয় লাভ করেছে। তারা নিশ্চিত হয়ে গেল, যদি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031