কলাগাছের তন্তু থেকে শাড়ি ও হস্তশিল্প পণ্য প্রস্তুতকারী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন । গতকাল মঙ্গলবার দুপুরে গণভবনে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল দুপুরে গণভবনে কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। খবর বিডিনিউজের।

কলাগাছের বাকল ব্যবহার করে এতদিন বাহারি হস্তশিল্প তৈরি হচ্ছিল দেশের বিভিন্ন এলাকায়। তবে এ বছরের শুরুর দিকে প্রথমবারের মত কলাগাছ থেকে পাওয়া সুতা দিয়ে বান্দরবানে বানানো হয় শাড়ি। জামদানির মতো চমৎকার নকশার এই শাড়িটির নাম দেওয়া হয়েছে ‘কলাবতী’। কলাগাছের সুতা (তন্তু) থেকে তেরি করা বিভিন্ন হস্তশিল্পের পাইলট প্রকল্প ধরে এই সাফল্য এসেছে বলে জানিয়েছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তিনি গত সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার হাতে কলাগাছের তন্তু থেকে তৈরি ৩টি শাড়ি এবং গহনার দুটি বাঙ তুলে দেন। কলাগাছের বাকল (তন্তু) থেকে শাড়ি তৈরি করা এত সহজ ছিল না উল্লেখ করে বান্দরবানের জেলা প্রশাসক গত এপ্রিলে বলেছিলেন, এক বছর আগে থেকেই কলাগাছের বাকল থেকে সুতা তৈরি কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু দক্ষ তাঁতশিল্পীর অভাবে শাড়ি তৈরি করা যাচ্ছিল না। পরে মৌলভীবাজার থেকে তাঁতশিল্পী রাধাবতী দেবীকে বান্দরবানে নিয়ে আসার পর তিনি মত দিলেন এই সুতা থেকে শাড়ি তৈরি করা সম্ভব।

গতকাল মঙ্গলবার সাক্ষাৎকালে সরকার প্রধান রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান উল্লেখ করে ইমরুল কায়েস বলেন, সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, এর আগে প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান এর কারিগর মৌলভীবাজারের অঞ্জলী দেবী।

পরে প্রধানমন্ত্রী কলাগাছের তন্তু থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটির সবাইকে উপহার দেন বলেও জানান ইমরুল কায়েস। এ সময় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উপস্থিত ছিলেন।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930