কোরিয়ান ইপিজেড ৭০ হাজার কর্মীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বিশ্বমানের টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইনস্টিটিউট নির্মাণ করছে । গত রোববার দুপুরে ইয়ং ওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও সিইও কিহাকসাং ইনস্টিটিউটের নির্মাণকাজ উদ্বোধন করেন।

কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি কিহাকসাং বলেন, এই প্রকল্পটি আমাদের সকল শিল্প–উন্নয়নকে সমন্বিত করার একটি বিশেষ আকর্ষণীয় ও আদর্শ প্রয়াস। আমার মনে হয় বিশ্বে একটি শিল্প জোনের মধ্যে একইসাথে উৎপাদনমুখী প্রতিষ্ঠান, রিসার্চ এন্ড ডেভোলাপমেন্ট সেন্টার ও এ ধরনের বিশেষায়িত প্রাতিষ্ঠানিক সুবিধা তথা ইনস্টিটিউট অন্য শিল্পজোনে নেই বললেই চলে। এ ধরনের একটি প্রকল্প স্থাপন করা আমার স্বপ্ন ছিল। আজ এটির বাস্তবায়ন ঘটছে। মূলত আমাদের উদ্দেশ্য হলো বিশ্বের একটি অন্যতম সেরা টেঙটাইল এন্ড ফ্যাশন ইনস্টিটিউট হিসেবে এটিকে গড়ে তোলা হবে যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে কর্মরত ৭০ হাজার লোক প্রশিক্ষণের মাধ্যমে আরো বেশি কর্মদক্ষ ও ফ্যাশন ডিজাইনের সৃজনশীলতায় সক্ষম হতে পারে। এছাড়া এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে নতুন ও তরুণ শিক্ষার্থীরা টেঙটাইল অ্যান্ড ফ্যাশন বিষয়ে বিশ্বমানের শিক্ষা অর্জন করে দেশের শিল্পখাতকে আরো এগিয়ে নিবে বলে আমি আশা রাখি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ংওয়ান কর্পোরেশনের এঙিকিউটিভ ভাইস চেয়ারম্যান এইচ এন লি, ইয়ংওয়ানের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহীন উর রহমান, সব্যসাচী চৌধুরী, সিনিয়র মহাব্যবস্থাপক দিলীপকুমার দে, স্থপতি ইশতিয়াক জহির ও উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান প্রমুখ।

কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান জানান, ২০ একর জমিতে টেঙটাইল অ্যান্ড ফ্যাশন ইনস্টিটিউট কমপ্লেঙটি নির্মিত হচ্ছে। এর আয়তন হবে প্রায় ২ লাখ ৭৫ হাজার বর্গফুট। এর মধ্যে দুটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি ডরমিটরি, একটি বিশেষায়িত অডিটরিয়াম ও একটি ইনডোর স্পোর্টস কমপ্লেঙ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031