নির্বাচন সামনে রেখে ঢাকার প্রবেশপথ অবরোধের কর্মসূচি দেয়ায় বিএনপির মার্কিন ভিসা নীতির আওতায় পড়া উচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। তিনি বলেন, যারা নির্বাচন চায়, তারা সংঘাত চায় না। আমরা নির্বাচন চাই।
সোমবার (৩১ জুলাই) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনের প্রসঙ্গ তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সমাবেশ করল বায়তুল মোকাররমে, বিএনপি করল পল্টন। পরদিন পথ অবরুদ্ধ কর্মসূচি কেন? পথ বন্ধ করার কর্মসূচি কোনো ধরনের রাজনীতি?
রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের অবস্থান কী জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার সরকারের পথেই আছে। সরকারের উদ্দেশ্য শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা। নির্বাচনের আগেও, নির্বাচনের পরেও শান্তিপূর্ণ পরিবেশ। পারছেন না তো, প্রশ্নে তিনি বলেন, কেন পারবো না, গতকাল যে ঘটনা ঘটে গেল। অ্যাপায়নের পরে তাদের কর্মীদের অবস্থা কী? খবর নেই। সেই মুড আছে? সবাইকে অতিরিক্ত জামাকাপড় নিয়ে ঢাকায় আসতে বলেছে তারা। বেচারারা জামাকাপড় নিয়ে এসে থাকতে পারলো না, ফিরে গেল। টাকাও শেষ-দুই হাজার টাকা করে দেওয়া হয়েছিল।
নির্বাচনের আগে-পরে সবসময়ই আওয়ামী লীগ শান্তিপূর্ণ পরিবেশ চায় মন্তব্য করেন সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সংঘাত, সংঘর্ষ নয় নির্বাচন চায়। তারা (বিএনপি) যেকোনো মূল্যে শেখ হাসিনাকে সরাতে চায়।
নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, সংঘাত করলে পুলিশ চুপ থাকবে না। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ ব্যর্থ হলে সাপোর্ট দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
