চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশ আসতে শুরু করেছে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশের তেমন দেখা না মিললেও সাগর মোহনা থেকে দেশের অন্যতম বৃহত ইলিশের আড়ত । এই ইলিশ আসাকে কেন্দ্র করে মাছঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

চাঁদপুর মাছঘাট ঘুরে দেখা যায়, বাজারে মাছের চেয়ে লোকে লোকারণ্যে ভরপুর। কিছুক্ষন পর পর এই ঘাটে ট্রাকে ও ট্রলারে করে মাছ আসছে। আড়তে তোলার পর নিলাম বা ডাক উঠছে। আড়তদাররা ছোট মাছ,বড় মাছ আর তাজা মাছ আলাদা করে স্তুপ করার পর ডাক তুলছেন । এ সময় স্থানীয় বিভিন্ন বাজারের মাছ বিক্রেতারা আর দেশের বিভিন্নস্থানে ইলিশ সরবরাহকারী দালালরা সেই ডাকে অংশ নিয়ে সর্বোচ্চ দামে নিয়ে নিচ্ছেন।

আড়তদার ব্যবসায়ী মো. শবেবরাত বলেন, এবার মৌসুমের শুরুতে ইলিশের তেমন দেখা না মিললেও গত ৩/৪দিন ধরে নোয়াখালী, ভোলা বরিশাল থেকে ট্রলার ও ট্রাকে করে কিছু কিছু ইলিশ আসছে। তবে পরিমানে মৌসুম অনুপাতে অন্যান্য বছরের তুলনায় এবার অর্ধেকেরও কম ইলিশ এসেছে । যার অধিকাংশই আকারে ছোট। তবে চাঁদপর অঞ্চলে জেলেদের জালে ধরা পড়া ইলিশ একটু বড়। এ জন্য এর দামও বড়। এরপরও এসব ইলিশ পেয়ে খুশি স্থানীয় ক্রেতা বিক্রেতা সবাই ।

ইলিশ ব্যবসায়ী মোখলেসুর রহমান বলেন, চাঁদপুর মাছঘাটে অধিকাংশ ক্রেতারা আসেন চাঁদপুরের পদ্মা মেঘনার তাজা ইলিশ নিতে। কিন্তু সেই পরিমান তাজা ইলিশ সরবরাহ নেই এই ঘাটে। এখানে এখন অধিকাংশ সাগর মোহনার ইলিশই বেশি পাওয়া যায়। তাও এবার এসব ইলিশ আকারে ছোট। চাঁদপুরের তাজা পাওয়া গেলেও আকারে বড়, দামও অনেক বেশি।

বর্তমানে এই বাজারে সাগর মোহনার ইলিশ ১৫ হাজার থেকে ২০ হাজার টাকায় মন কেনা বেচা চললে। আর চাঁদপুরের তাজা ইলিশ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে। এর চেয়ে বড় মাছ বড় দামে,ছোট ছোট দামে কেনাবেচা চলছে।

চাঁদপুরের তাজা ইলিশ কিনতে ঢাকার মিরপুর আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বলেন, আমি হাজবেন্ডসহ প্রতি বছর চাঁদপুরে ইলিশ কিনতে আসি। কিন্তু ইলিশের অনেক দাম। তারপরও বড় দেড় কেজির একটি এবং এক কেজির তিনটি ইলিশসহ অন্যান্য মাছ নিয়েছি। ঢাকার বাজার অনুপাতে এখানকার মাছ দাম বেশি হলেও তাজাটা পেয়েছি।

চাঁদপুর মৎস্য বনিক সমিতি সভাপতি আব্দুৃল বারি মানিক জমাদার বলেন,আমরা এই মৌসুমের প্রথম এক মাস বসে ছিলাম। আমাদের অনেক ক্ষতি হয়েছে। তবে কদিন ধরে ইলিশ আসতে শুরু করলেও পরিমানে অন্যান্য বছরের তুলনায় অর্ধেকেরও কম। আমরা আসাবাদী আর প্রায় দুমাস এই মৌসুম রয়েছে । আল্লাহ চাহেতো সামনে আমরা ইলিশ পাবো তাহলে ক্ষতিটা পুষিয়ে যাবে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930