আত্মহত্যা করেছে ঘরে ওড়না পেঁচিয়ে আরজু আক্তার ( ২২) নামে এক সন্তানের জননী হাটহাজারীতে ।

 এ ঘটনা ঘটে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খিল্লাপাড়া নতুন বাড়িতে। তিনি প্রবাসী মোহাম্মদ বাদশার স্ত্রী। তার রায়হান নামে ৩ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে নিহত গৃহবধূর তিন বছরের সন্তান রায়হান রুমে কান্না করতে থাকে। তার কান্নার শব্দ পেয়ে পরিবারের লোকজন আরজুর শোয়ার ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে তাকে ঘরের বিমের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।

নিহতের ভাসুর মোহাম্মদ হোসেন বলেন, “আমরা দুই ভাইয়ের পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে ঝগড়া বিবাদ নেই। হঠাৎ কী কারণে সে আত্মহত্যা করেছে তা সঠিক জানি না।”

মির্জাপুর ইউপি সদস্য হান্নান মিয়া তালুকদার সুমন বলেন, “তাদের পরিবার থেকে আত্মহত্যার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। পরে পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।”

 “এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন। ময়নাতদন্ত শেষে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930