ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো । ভাইরাল এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) ও যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকেরা প্রথমবারের মতো বাংলাদেশে ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা করেছেন।

টিকার এই সফল পরীক্ষা নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী ‘ল্যানসেটে’ একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রচেষ্টায় এক ডোজের টেট্রাভ্যালেন্ট বা টিভি ০০৫ ডেঙ্গু ভ্যাকসিন প্রয়োগে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই এই টিকার নিরাপত্তা এবং প্রতিরোধ ক্ষমতা প্রমাণিত হয়েছে।

এই টিকার গবেষকদের একজন আইসিডিডিআর,বি-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী রাশিদুল হক গুরুতর ডেঙ্গুর প্রাদুর্ভাবে জর্জরিত বাংলাদেশের জন্য এই কাজের সমালোচনামূলক গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) ডা. কার্কপ্যাট্রিক টিভি ০০৫–এর অনন্য বৈশিষ্ট্যগুলোর কথা উল্লেখ করেছেন।

তিনি বলেন, একক-ডোজের এই টিকা ডেঙ্গুর চারটি সেরোটাইপের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার ক্ষমতা রাখে। যা এটিকে দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলের জন্য একটি প্রতিশ্রুতিশীল টিকায় পরিণত করেছে।

২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান প্রাদুর্ভাবের ফলে সারা বাংলাদেশে ১ লাখ ৯০ হাজার ৭৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আইসিডিডিআর,বি এবং ইউভিএম গবেষণা দল ২০১৫ সালে ‘ডেঙ্গু ইন ঢাকা ইনিশিয়েটিভ (ডিআইডিআই)’ শুরু করে। যা বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিনের ওপর প্রথম গবেষণা প্রচেষ্টা।

তাদের সহযোগিতামূলক প্রচেষ্টার লক্ষ্য সারা দেশে ডেঙ্গুর ভ্যাকসিন উন্নয়নকে এগিয়ে নেওয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস-এ প্রকাশিত গবেষণাটিতে দ্বিতীয় পর্যায়ের নিয়ন্ত্রিত ক্লিনিকাল ট্রায়ালের কথা বলা হয়েছে।

২০১৬ সাল থেকে শুরু করে তিন বছরেরও বেশি সময় ধরে চারটি বয়স সীমার (১-৪৯ বছর) প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক টিভি ০০৫ ভ্যাকসিন বা একটি প্ল্যাসিবো পেয়েছে।

টিভি ০০৫ ভালোভাবে সহনশীল প্রমাণিত হয়েছে এবং বেশির ভাগ স্বেচ্ছাসেবককের শরীরে চারটি ডেঙ্গুর সেরোটাইপের জন্য অ্যান্টিবডি তৈরি হয়েছে। বিশেষ করে যারা পূর্বে ডেঙ্গুর সংস্পর্শে এসেছে।

যদিও গবেষণাটি কার্যকারিতা মূল্যায়ন করার জন্য ডিজাইন করা হয়নি, টিকা দেওয়া ব্যক্তিদের মধ্যে কোনো ডেঙ্গুর ঘটনা রিপোর্ট করা হয়নি।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930