১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ শুরু করেছে চট্টগ্রাম জেলা রোভারের স্কাউটের ৮ জন সদস্য চট্টগ্রাম থেকে কক্সবাজার  । গতকাল সোমবার সকালে নগরীর চট্টগ্রাম কলেজ গেইট থেকে ৫ দিনের জন্য কক্সবাজারের উদ্দেশে তারা এ যাত্রা শুরু করেন। ৮ সদস্যের এ টিম দুপুর ৩টায় পটিয়া অতিক্রম করে সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় পৌঁছে বলে জানা যায়।

পরিভ্রমণকারীরা হলেন সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল–ইন–রোভার শ্রাবণী দে ও লুৎফুন নাহার, স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার জয়ন্ত দে ও হৃদয় নাথ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার আবদুর রহমান খাঁন ও ফাহাদুল ইসলাম, পটিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল–ইন–রোভার রোকসানা নাসরিন এবং পুষ্পিতা চক্রবর্ত্তী।

পটিয়া সরকারি কলেজের রোকসানা নাসরিন জানান, পরিভ্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ সড়ক, পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি করা। এসব বিষয়ে চলার পথে বিভিন্ন জনবহুল এলাকার জনগণকে এর বিরূপ প্রভাবসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হচ্ছে। পরিভ্রমণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক স্কাউটার মোহাম্মদ এনাম, রোভার স্কাউট প্রতিনিধি মো. এমরানুল ইসলাম, চট্টগ্রাম কলেজ রোভার গ্রুপের সাবেক সম্পাদক মো. কামাল উদ্দিন এলটি, হাজী মোহাম্মদ মুহসিন কলেজের রোভার স্কাউট লিডার এবং অন্যান্য রোভার স্কাউট সদস্যরা।

আগামী ১৪ অক্টোবর পর্যন্ত মোট ৫ দিন পাঁয়ে হেঁটে তারা এ পরিভ্রমণ সম্পন্ন করবেন। গতকাল থেকে যাত্রা পথে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন তারা। সন্ধ্যায় গাছবাড়িয়া সরকারি কলেজে যাত্রা বিরতি করেছেন। আজ মঙ্গলবার তারা লোহাগাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। লোহাগাড়া উপজেলা পরিষদে যাত্রা বিরতি শেষে পরদিন চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। তারা চকরিয়া কোরক বিদ্যাপীঠে যাত্রা বিরতির পর পরদিন কঙবাজার রামু উপজেলা পরিষদের উদ্দেশ্যে রওয়ানা করবে। যাত্রা বিরতির পরদিন তারা চূড়ান্ত লক্ষ্যে কঙবাজার সদরের উদ্দেশ্যে যাত্রা করবে।

উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

Share Now
April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930