ফাইল ছবি

মাত্র ২০ মিনিটে হাজার পাঁচেক রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় তারা।  গত শনিবার ভোরে ইসরাইলিদের ওপর নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। ‘নিশ্চিদ্র সুরক্ষাবলয়’ ভেঙে সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা।

এরপর ইসরাইলও গাজায় পাল্টা আঘাত চালায়। তাতে এখন আনুষ্ঠানিকভাবে যুদ্ধের রক্তগঙ্গা বইছে ফিলিস্তিন ও ইসরাইলে। যা প্রভাব ফেলছে ফুটবলেও। এরই মধ্যে ইসরাইলে দুই সপ্তাহের জন্য সব ধরনের ফুটবল বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

যুদ্ধের কারণে এবার আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ফিলিস্তিন। যে কারণে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় মারদেকা কাপে অংশ নিচ্ছে না মধ্যপ্রাচ্যের এই দেশটি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়া ফুটবল ফেডারেশনও। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ফিলিস্তিন দল নাম প্রত্যাহার করে নিয়েছে। কারণ এই অবস্থায় (যুদ্ধ) তারা মালয়েশিয়ায় আসতে পারবে না।’

চার দলের এই টুর্নামেন্টে আগামী শুক্রবার সেমিফাইনালে তাজিকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল ফিলিস্তিনের। তারা অংশ না নেওয়ায় ওয়াকওভার পেয়ে সরাসরি ফাইনাল খেলবে তাজিকিস্তান। অন্য সেমিতে মুখোমুখি হবে মালয়েশিয়া ও ভারত।

আগামী নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ফিলিস্তিন। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের জয়ী দল। তাহলে কি ফিলিস্তিনের বিশ্বকাপ বাছাই খেলাও অনিশ্চিত হয়ে গেল!

Share Now
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31