অনেক আগেই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে । ফুরিয়েছে সেমিফাইনাল স্বপ্ন। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে যে লঙ্কানদের হারাতেই হবে বাংলাদেশকে। তবে জয়-পরাজয় বহুদূর, এবার খেলা মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।
Unibots.in

পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পেতে এখন বিশ্বকাপের শেষ দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। ফলে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে মহা গুরুত্বপূর্ণ। তবে দিল্লির বায়ু দূষণ ম্যাচকে ফেলে দিয়েছে অনিশ্চয়তায়।

দিল্লির বায়ুদূষণ নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে দিল্লি। সাধারণ জীবনযাপন দুরূহ করে তুলেছে দিল্লির আবহাওয়া। ক্রিকেটেও যার প্রভাব পড়েছে বহুবার। তবে এয়ার কোয়ালিটি ইনডেক্স জানাচ্ছে, সম্প্রতি ভারতের রাজধানীর বায়ু দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

বন্ধ করা হয়েছে স্কুল। আরোপ করা হয়েছে বিধিনিষেধ। দিনেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইটের আলোতে। এমনকি দিল্লিতে বাংলাদেশ দল অনুশীলনও করতে পারেনি স্বাভাবিকভাবে। এবার মূল ম্যাচ নিয়েও আছে শঙ্কা। ‘এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম’ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ‘গুরুতর’ পর্যায়েই থাকবে আবহাওয়া।

এমতাবস্থায় আইসিসি জানিয়েছে, ম্যাচের ভাগ্য খেলার সময়ই সিদ্ধান্ত নেয়া হবে বাতাসের গুণমান মূল্যায়ন করে। আইসিসির প্লেয়িং কন্ডিশনের আর্টিকেল ২.৮ বলে, ‘যদি যেকোনো সময় আম্পায়াররা একসাথে সম্মত হন যে গ্রাউন্ড, আবহাওয়া বা আলো, বা অন্য কোনো পরিস্থিতি বিপজ্জনক বা অযৌক্তিক, তারা অবিলম্বে খেলা স্থগিত করবে, বা খেলা শুরু করতে দেবে না।’

তেমন কিছু হলে অনিশ্চয়তায় পড়ে যাবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন। সোমবার বড় ব্যবধানে জিতলে বাংলাদেশ দল উঠে আসবে টেবিলের আটে। তবেই টিকে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা।

Share Now
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31