একটি কারখানার বাইরে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরের কোনাবাড়ী শিল্পাঞ্চলে ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ৩-৪ হাজার অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলার বাদী কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে তুসুকা কারখানার ভেতর শ্রমিকরা ব্যাপক ভাংচুর করে। এ সময় ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত সবাই বিভিন্ন কারখানার শ্রমিক। এঘটনায় বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৩/৪ হাজার জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা

অব্যাহত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের কোনাবাড়ি এলাকার ৯টি পোষাক তৈরি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল কারখানা গুলির সামনে বন্ধের নোটিশও সাটিয়ে দেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মজুরি বোর্ডে শ্রমিক বেতন বাড়ানের ঘোষনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার গাজীপুরে তিনিটি এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। শ্রমিকদের হামলা ভাংচুরের মধ্য দিয়ে দিনভর উত্তপ্ত ছিল নগরীর কয়েকটি এলাকা। এসময়ে শ্রমিকরা কোনাবাড়ি এলাকায় তুসুকা নামের একটি পোষাক তৈরি কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। কারখানা পাশে দাঁড় করিয়ে রাখা পুলিশের তিনটি গাড়িও ভাংচুর করেছে। এসব ঘটনায় আরও ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নগরীর বিভিন্ন এলাকায় ২২ টি কারখানা ছুটি ঘোষনা করা হয়েছে। এর মধ্যে তিনি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।

শুক্রবার সকালে কোনাবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তুসুকা কারখানা। সেই কারখানার সামনে সাটানো হয়েছে একটি বন্ধে নোটিশ। নোটিশে লেখা আছে , ‘এতদ্বারা তুসুকা জিন্স লিঃ, তুসুকা ট্রাউজার্স লিঃ, তুসুকা প্রসেসিং লিঃ, ভুসুকা প্যাকেজিং লিঃ এবং নিডেল আর্ট এমব্রয়ডারি লিঃ এর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বৃহস্পতিবার অজ্ঞাতনামা কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল শ্রমিক অযৌক্তিক দাবীতে বে-আইনীভাবে কর্মবিরতি পালন করে কারখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খল আচরণ করে কর্মকর্তাদের মারধর মাধ্যমে জখম করে, কারখানার অভ্যন্তরে ব্যপক ভাংচুর ও ধ্বংসযজ্ঞ চালায়। এমতাবস্থায় কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সম্পত্তি ও জানমাল ব্রক্ষার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক পরবর্তী কাজের নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ।’

ওই কারখানার মহাব্যবস্থাপক মাসুম হোসেন জানান, পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে শ্রমিকদের জানিয়ে দেয়া হবে। এছাড়া কোনাবাড়ি আমবাগ রোডের এমএম নীটওয়্যার লিমিটেড ও কোনাবাড়ি জরুন এলাকার ইসলাম গ্রুপের কারখানার এক নারী শ্রমিক আহত হয়ে মৃত্যুর ঘটনায় ওই গ্রুপের তিনটি কারখানার সকল কাযক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে।

গাজীপুর শিল্পপুলিশ জোন-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ সাংবাদিকদের জানান, গাজীপুরের কোনোবাড়ি ও আশপাশের এলাকার ২২ টি কারখানা ব্নধ ঘোষনা করার খবর তাদের কাছে রয়েছে।

উল্লেখ্য- গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষানা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে শুক্রবার সকাল ১১ টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031