নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পক্ষপাতমূলক আচরণ করা যাবে না বলে মন্তব্য করেছেন । তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কমিশন সামান্যতম ছাড় দিবে না।

গতকাল সোমবার দুপুর ২টায় রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাঙামাটিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি নির্বাচনে আসতে চাইলে তফসিল পিছানো হবে কিনা সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, যদি নির্বাচনে আসে এখনো সুযোগ আছে বিবেচনা করা হবে।

রাঙামাটিতে নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেছেন, অতীতের সব নির্বাচনের মত এবারের নির্বাচনেও সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা আছে এবং আমরা তা করবো। পার্বত্য চট্টগ্রাম বিশেষ অঞ্চল হিসেবে এখানে আগে থেকেই সেনাবাহিনী আছে। পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া আছে। একইসাথে কেউ যাতে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করতে না পারে সেজন্য সেনাবাহিনীসহ সব বাহিনীকে নজরদারি বাড়াতে হবে।

সকাল ১১টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আনোয়ার পাশার সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, রাঙামাটি পুরিশ সুপার মীর আবু তৌহিদ, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, তিন পার্বত্য জেলার রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ডিজিএফআই এর কর্ণেল জিএস, অধিনায়ক র‌্যাব–৭, সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং এনএসআইয়ের যুগ্ম পরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্তারা বৈঠকে অংশ নেন। এছাড়া, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা নির্বাচন অফিসারগণ, সকল উপজেলার অফিসার ইন–চার্জ এবং উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031