মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় অধির রায় (৩২) নামে এক যুবক নিহত হয়েছে মাদারীপুরের রাজৈরে । সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রাজৈর-কোটালীপাড়া সড়কের উপজেলার সেনখালী ইসলামপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অধির কদমবাড়ী ইউনিয়নের লখীপুর গ্রামের সুণিল রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল চালিয়ে রাজৈর বাসস্ট্যান্ডের দিকে আসছিলো অধির। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লুটিয়ে পড়েন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অধিরকে মৃত্যু ঘোষণা করেন।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, তার মৃত্যুর কারণ এখনো জানতে পারিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অথবা শীতেও মারা যেতে পারে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930