আজকের দিনটি আর্জেন্টিনা ফুটবল দল এবং সমর্থকদের জন্য কতটা আনন্দের ছিল ক্যালেন্ডারের পাতা ঠিক এক বছর পেছনে নিয়ে গেলে দেখে মিলবে। কাতার বিশ্বকাপের ফাইনালে আজকের রাতে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে উঠেছিল বিশ্বকাপের সোনারী ট্রফি।

ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা জেতে তৃতীয় বিশ্বকাপ। মেসির হাতে উঠে প্রথম শিরোপা। বিশ্বকাপ মঞ্চে শিরোপা প্রাপ্তির রাতে উদযাপনে ভিন্নতা এনেছিলেন মেসি। ট্রফি গ্রহণ করে সতীর্থদের কাছে এগিয়ে গিয়েছিলেন গুটি গুটি পায়ে। শরীর দুলিয়ে একটু নেচে ট্রফি হাতে নিয়ে যান সবার মাঝে। অনেক কষ্টের শিরোপা প্রাপ্তির উদযাপনে এরপর জোরে চিৎকার দিয়ে সেই ট্রফি উচিয়ে ধরেন আর্জেন্টিনার অধিনায়ক। সেই উদযাপন এখন রীতিমত ট্রেডমার্ক হয়ে গেছে। বলা হয়, ‘মেসি সেলিব্রেশন’।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে একই উদযাপনে শিরোপা উচিয়ে ধরেছেন। গতকাল সংযুক্ত আরব আমিরাতে শিরোপা জেতার পর অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী মেসির মতোই শিরোপা উদযাপন করেন। আজ ঢাকায় ফিরে বিসিবি একাডেমির সামনে সেই একই উদযাপনে মাহফুজুর শিরোপা প্রাপ্তির আনন্দ দ্বিগুন করেন।

গণমাধ্যমে মুখোমুখি হয়ে এরপর মাহফুজুর জানান, নিজে ব্রাজিল সমর্থক হলেও, দলের সবার আনন্দের জন্যই মেসির মতো উদযাপন করেন। দলে আর্জেন্টিনার সাপোর্টার যে বেশি তা নয়। এমন উদযাপনে সবাই আনন্দ পায় বলে জানালেন মাহফুুজুর।

অধিনায়ক বলেছেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। আমি এভাবে সেলিব্রেশন করার কারণ দল এটা উপভোগ করে। এই জিনিসটা করলে সবাই একটু চাঙা থাকে।’

আর্জেন্টিনা শিরোপা জেতার পর একটি ছবি ভাইরাল হয়েছিল। মেসি শিরোপা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। মাহফুজুর এমন কিছু করেছেন কিনা জানতে চাওয়া হয়েছিল। উত্তরে বলেছেন, ‘ট্রফি রাতে আমার কাছেই ছিল। ফাইনালের আগে ফটোসেশনেই টার্গেট করেছিলাম এটা জিততে হবে।’

যুব ক্রিকেটের আগে বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল। বড়রা যে শিরোপা এখনও জিততে পারেনি, নারী ক্রিকেট দল ও যুবারা সেই শিরোপা বাংলাদেশকে জিতিয়েছেন। নিজেদের অর্জনে দারুণ উচ্ছ্বসিত মাহফুজুর, ‘প্রথমবারের মতো আমরা এশিয়া কাপের শিরোপা জিতেছি। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031