৮ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১১:৫০ ও ১২:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল ১ চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন শিবতলার কাওসার আহম্মেদ (৪৫), পিতা- মৃত আনিসুর রহমান এর আমবাগানে এবং চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন শিবতলা মোঃ আলমগীর (৫০), পিতা- মোঃ আজাদ এর বাড়ির সামনে বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং ক্রয়/বিক্রয়ের অপরাধে মোঃ ছবির আলী (৩০) (মুলহোতা), পিতা- আরশাদ আলী,মাতা- মোছাঃ জরিনা খাতুন, সাং- কলাপট্টি(হুজুরাপুর), মোঃ সোহেল (১৯), পিতা- মোঃ কালু, মাতা- মৃত আশা,সাং-আলীনগর (রেলপাড়া), মোঃ আব্দুর রহিম(২০), পিতা- মৃত খসু মোহাম্মদ,মাতা- মোছাঃ নুরুন্নাহার, সাং-আলীনগর(ভু’তপোকর), মোঃ সেলিম (৩০), পিতা- মোঃ বাছির আলী, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, স্থায়ীসাং-কাশিমপুর,থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, এপিসাং- আলীনগর হাজিরমোড়, মোঃ রাজু (৩২), পিতা- মোঃ সহিদ আলী, মাতা- মোছাঃ রুবি,সাং-রাম কূষ্টপুর (সোনারমোড়), মোঃ রুবেল (২৪), পিতা- মৃত হারুন ,মাতা- মোছাঃ নুরুজাহান, সাং- প্রান্তিকপাড়া, মোঃ পাবেল আলী (৩০), পিতা-মোঃ নজরুল ইসলাম,মাতা-মোছাঃ রুবি বেগম,সাং- শিবতলা পিটিআই বস্তি, মোঃ আনারুল ইসলাম জনি (৪০), পিতা- মোঃ সহেদ আলী,মোছাঃ রুবা,সাং- উদয়নমোড়, জিয়ানগর, সর্বথানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’ গাঁজা, কলকি, হেরোইন, সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শিবতলা এলাকায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগ উল্লেখিত আটজনকে হাতেনাতে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগে জানা যায় যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে এরা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র‌্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930