দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন। বৈশ্বিকভাবে যে সকল সমস্যা ও সংকট ঘনীভূত হয়ে আছে তা দূরীকরণে বাংলাদেশে একমাত্র সক্ষমতা রয়েছে শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে টানা চতুর্থবার দেশ পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হলেই তা সম্ভব হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর ৪৪নং দক্ষিণ আগ্রবাদ সাংগঠনিক ওয়ার্ডে চট্টগ্রাম–১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে গণসংযোগকালে একথা বলেন।

তিনি আরও বলেন, জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসন ও গণতান্ত্রিক সমাজ কাঠামোই পারে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ঘটাতে। শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সুষ্ঠুভাবে উল্লেখ করেছেন যে, তিনি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্নগুলো দেখেছেন তা পূরণ করে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন। এই ধরনের বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ গঠনের ৪টি স্তরের যে রূপরেখা দিয়েছেন তাতে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ওয়ার্ড আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইব্রাহিম, রিদুওয়ানুল হক, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ। এছাড়া মহানগর থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031