চকরিয়ায় যাত্রীবাহী পিকনিক বাস ও ম্যাজিক গাড়ির (পিকআপ ভ্যান) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের । এতে ম্যাজিক গাড়িতে থাকা চার যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন একই গাড়ির আরও চার যাত্রী। হতাহতরা সবাই দিনমজুর ও শ্রমিক শ্রেণির লোক। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাপাড়া নামক স্থানে ভয়াবহ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

নিহতরা হলেন– হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের করমুহুরী পাড়ার মোস্তাক আহমদের পুত্র মো. রিদুয়ান, পূর্ব বৃন্দাবনখিলের সামাজিক পাড়ার মৃত রশিদ আহমদের পুত্র আবু বক্কর, উত্তর হারবাংয়ের বত্তাতলী গ্রামের মোজাফফর আহমদের পুত্র মো. মহিউদ্দিন ও সামাজিক পাড়ার বাদশা মিয়ার পুত্র মো. জয়নাল। তারা সবাই নির্মাণশ্রমিক এবং যাচ্ছিলেন লোহাগাড়ার চুনতি এলাকায় ভবন নির্মাণের ঢালাই কাজের জন্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের টঙ্গী এলাকা থেকে একদল পর্যটক জাকির ট্রাভেলস এর যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো–ব–১৩–১৩৫১) করে কক্সবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং কলাতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ম্যাজিক গাড়ির (চট্টমেট্রো–ন–১১–১৭৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ম্যাজিক গাড়ির চার যাত্রী। আহত হন আরও চার যাত্রী। অপরদিকে কক্সবাজারগামী পিকনিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে একটু খাদে নেমে গেলেও এই বাসের সকল যাত্রী অক্ষত রয়েছেন।

টঙ্গী থেকে কক্সবাজারগামী জাকির ট্রাভেলস এর পিকনিক বাসের যাত্রী মামুন মিয়া জানান, তারা আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ তাদের বাসটি দুর্ঘটনায় পতিত হলেও ভেতরে থাকা সবাই অক্ষত রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব–অফিসার সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার উপ–পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র  জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হন আরও চারজন। হতাহতদের সবাই ম্যাজিক গাড়ির যাত্রী ছিলেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর পরই দ্রুত অকুস্থলে গিয়ে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় পিকনিক বাস ও ম্যাজিক গাড়িটি জব্দ করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উভয় গাড়ির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি। এই ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031