প্রয়াত চার বারের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান ১৯৯৯ ও ২০০৮ সালে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে পরাজিত করেন। এর মধ্যে ২০০৮ সালে নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে শওকত মোমেন শাহজাহান বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন।

শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর পর তার ছেলে অনুপম শাহজাহান জয় ২০১৪ সালে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অনুপম শাহজাহান জয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। নির্বাচনে ২৮ হাজার ৯০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। এ আসনে মোট ১২৭টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪০১ ভোট। কাদের সিদ্দিকী গামছা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট। বাবার পর ছেলে অনুপম শাজাহানের কাছেও কাদের সিদ্দিকী ২৮ হাজার ৯০০ ভোটের ব্যবধানে হেরে গেলেন।

সুষ্ঠু ও নিরবিচ্ছিন্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোথাও কোনো বিচ্ছিন্ন বা অপ্রীতিকর ঘটনারও সংবাদ পাওয়া যায়নি। আসনের মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ১১৯ জন।‌ ৪২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেন মোহাম্মদ পাটওয়ারী বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে।

প্রসঙ্গতঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী এ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031