ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন । ভোটের পরদিন গতকাল সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি, অভিনন্দন জানাতে টেলিফোনও করেছেন। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠানোর কথা জানিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার ক্ষমতাগ্রহণে যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও নিবিড় সম্পর্ক দুদেশের অবিচল অংশীদারত্বের সবক্ষেত্রে গভীর হতে থাকবে। এটি প্রধানমন্ত্রী মোদীকে আত্মবিশ্বাসী করেছে। খবর বিডি/বাংলানিউজের। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে ভারত বাংলাদেশের উচ্চাকাঙ্খা ও প্রবৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার কথা চিঠিতে বলেছেন মোদী। চিঠিতে অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের জন্য ভারতের প্রধানমন্ত্রী শুভকামনা জানিয়েছেন বলে উল্লেখ করেছে হাই কমিশন। এদিন সন্ধ্যায় মাইক্রোব্লগিং সাইট এঙ এ এক পোস্টে টেলিফোনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর কথা লেখেন মোদী। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং টানা চতুর্থ মেয়াদের ঐতিহাসিক বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছি। সফল নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের জনগণকেও আমি অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের সঙ্গে অবিচল ও জনগণকেন্দ্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুপুরে গঙ্গাসাগর মেলাসহ (ধর্মীয় মেলা) একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের এই জয়ে আমার অভিনন্দন। অভিনন্দন রইল হাসিনা জি ও তার পরিবার এবং তার দল আওয়ামী লীগের প্রতি। যারা এবারের নির্বাচনে জয় পেয়েছেন তাদের সবার প্রতি অভিনন্দন। প্রত্যেককে আমার ও পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে অভিনন্দন। হাসিনা জি যেন ভালো থাকেন, আমি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031