পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় । এ ঘটনায় পুলিশে এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসান মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত ছিলেন। আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা মানিকগঞ্জ জেলার পুলিশ কন্টোল রুমে কর্মরত ছিলেন। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায় , শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জেলার কন্ট্রোলরুমে কর্মরত এসআই আমির হামজা ও মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত এএসআই হাসান পালসার মোটরসাইকেল যোগে (ঢাকা মেট্রো-ল-৬১-৪৩৬৪) ইজতেমায় ডিউটিতে আসছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় আসলে পিছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দিলে এসআই আমির হামজা ও এএসআই হাসান গুরুতর আহত হন। টঙ্গী থানা পুলিশ আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এএসআই হাসান মৃত্যুবরণ করেন। বর্তমানে ওই হাসপাতালে এসআই আমির হামজার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই ঘাতক বাস পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক হাসান নিহত ও আমির হামজা আহত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে আহত আমির হামজার চিকিৎসা চলছে। ঘাতক বাসটি শনাক্তের কাজ চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031