সাবিনা ইয়াসমিন ও রুনা লাইলা। বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে জনপ্রিয় নারী গানের শিল্পী হলেন দুই জন। দুইজনের বয়স ৭০ এর উপরে। এর ক্যানসারে আক্রান্ত সাবিনা ইয়াসমিন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে দেশবাসীর কাছে।
এদিকে ১৬ বছর আগে ২০০৭ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাংলা গানের পাখি সাবিনা ইয়াসমিন। সবার সহযোগিতায় ক্যানসার জয় করে গানে নিয়মিত হয়েছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এই শিল্পী।