আটক ৪ জন রোহিঙ্গাকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় আশ্রয়দাতাসহ।
এর আগে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট আইনে কুতুবদিয়া থানা পুলিশের পক্ষ থেকে জি’আর ২০/২৪ইং মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন, কক্সবাজারের উখিয়া ক্যাম্পের মৃত নেছার আহমদের ছেলে নুর কামাল (২৭), একই ক্যাম্পের মৃত তৈয়বের ছেলে মো. রিদোয়ান (১৮) ও সুফিয়ান (১৬) এবং মৃত শফি আলমের ছেলে এনায়েত (২০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে ওই রোহিঙ্গাদের সক্রিয় সহায়তার দায়ে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং পেঁচার পাড়ার এয়ার মোহাম্মদের ছেলে মাদক মামলায় জেল ফেরত এম রহমান আলম নুর (৩৭) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার পারভেজ মিস্ত্রিকে আসামি করা হয়েছে।