মাদকাসক্ত পুত্রকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় । ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (৩ এপ্রিল) জামালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মোঃ কাউসার বাগমার (২৫), কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার আ: রশিদ বাগমারের ছেলে। কাউসার বাগমার বেকার ছিলেন। তার পিতা একজন কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার বাগমারা প্রায় বছর খানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরে। এরপর থেকেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। বিভিন্ন সময় মাদককের টাকার জন্য বাড়িতে ভাংচুর ও বাবা—মাকে অত্যাচার ও নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় কাউসারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাবা রশিদ বাগমারা। রশিদ বাগমারের তিন ছেলে ও এক মেয়ে। ।
বান্দরবানে ৬ উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত রশিদ বাগমারকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে মাদকের টাকার জন্য বিভিন্ন সময় মা বাবাকে মারধর করতেন কাউসার। মাদকের টাকার জন্য কাউসার নিজের কেনা মোটরসাইকেল ও বিক্রি করেছে। বিভিন্ন বিষয়ে তার বাবা ও পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে উঠেন।

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031