কেএনএফ’র সদস্যরা বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতি ও লুটপাট করেছে। গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সোনালী ব্যাংকের বিপুল পরিমান অর্থ ও ব্যাংকের নিরাপত্তায় নিযোজিত পুলিশের ১০টি অস্ত্র, ইউএনও অফিসের পাহারাদার আনসার বাহিনীর ৪টি অস্ত্র ও ৪০ রাউন্ড গুলি লুট করে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে কেএনএফ । বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র অস্ত্রধারী ৭০/৮০জন একটি সন্ত্রাসী গ্রুপ রুমা সোনালী ব্যাংকে প্রবেশ করে।

এসময় অস্ত্রের মূখে ব্যাংকের পাহারারত পুলিশ, আনসার সদস্যদের এসএমজি ২টি, গুলি ৬০রাউন্ড, চাইনিজ রাইফেল ৮টি, ৩২০ রাউন্ড গুলি ও ৪টি শর্টগান ও ৩৫রাউন্ড গুলি লুট করে নেয়। এরপরে অস্ত্রের মূখে ম্যানেজার-কর্মচারীদের জিম্মি করে সরকারী সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বোনাসের জন্য আসা কয়েক কোটি টাকা লুট করে নেয়ার সময় ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031