উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন দেশে গ্যাসের তীব্র সংকটের কথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের , এই অবস্থায় গ্যাস সংযোগ নিয়ে মিথ্যা আশ্বাস দিতে পারবেন না তিনি। তবে গ্যাসের সরবরাহ বাড়লে এ সমস্যার কিছুটা সমাধান হবে।

শনিবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগরের বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের খননকাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

বাপেক্স-এর মাধ্যমে যে গ্যাসের সন্ধান পাওয়া যাচ্ছে, তা দেশের চাহিদার তুলনায় কম বলে উল্লেখ করে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘দেশে চার হাজার এমসি গ্যাস প্রয়োজন, আমরা পাচ্ছি তিন হাজার এমসি গ্যাস। আমাদের গ্যাস আমদানি করতে প্রচুর বৈদেশিক মুদ্রার ব্যয় হয়। আবার বৈদেশিক মূদ্রারও সংকট রয়েছে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, ‘কাউকে গ্যাসের সংযোগ দিব বলে আমরা মিথ্যা আশ্বাস দিতে পারব না। কেউ চাইলে গ্যাসের লাইন দেওয়া সম্ভব, কিন্তু সেই লাইনে প্রতিনিয়ত গ্যাস সরবরাহ দেওয়া কঠিন। তারপরও গ্রাহককে লাইন ও মিটার থাকলে চার্জ দিতে হবে। গ্যাসের সরবরাহ বাড়লে হয়তো এ সমস্যার সমাধান কিছুটা হবে।’

শেখ হাসিনা সরকারের আমলে দেশে লুটপাট হয়েছে, দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে চলে গেছে- এ কথা মনে করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, ‘তবে আমরা দুর্নীতির ঊর্ধ্বে থাকব। আমাদের অনুসরণ করে সচিবরাও দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন।’

পরে তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share Now
February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728