অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম রাজপথ থেকে পরাজিত হয়ে পতিত ফ্যাসিবাদ এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে বলে মন্তব্য করেছেন অ।

তিনি বলেন, ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে। ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করি।

শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

ভারতের গণমাধ্যমে বাংলাদেশ ইস্যুতে অপপ্রচার নিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতে উগ্রবাদ চলছে। অন্তর্বর্তী সরকার নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না। ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, এ সরকারের বয়স মাত্র দুই মাস, সংস্কারের জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। দেশে আইনশৃঙ্খলা সংস্কারসহ বেশকিছু ইস্যু আছে যা অল্প সময়ে সম্ভব না। আমরা আহতদের চিকিৎসায় কাজ করছি, ধীরে ধীরে সব বিষয়ে কাজ শুরু করা হবে।

তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে, আমাদের আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছেন, আমি সে বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে শহীদ আবু সাঈদকে আমরা স্মরণ করব।

তিনি বলেন, সারাদেশের গর্ব শহীদ আবু সাঈদ। আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের লড়াই শুরু করেছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক অবহেলিত থাকবে না, তাদেরকে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, রংপুর বরাবরই অবহেলিত ছিল। এখানে কম বাজেট দেওয়া হয়। রংপুরের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বাজেট দেওয়া হয় গোপালগঞ্জে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি। রংপুরের প্রতি যে অবহেলা বৈষম্য করা হয়েছে, সেটি আমরা অবশ্যই দূর করব। রংপুরকে বাংলাদেশের উন্নত জেলা ও বিভাগ হিসেবে গড়ে তোলা হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031