সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে । শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টায় মহাসড়কের সোনারগাঁওয়ে নয়াবাড়ি এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহী নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, রাতে তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এনেছে।

Share Now
February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728