সম্মানিত
প্রিয় মহোদয় /বড় ভাই
আমার যদি ভুল না হয়ে থাকে।
আপনি একজন সচেতন সু নাগরিক নিজের জন্য সমাজ ও দেশের মানুষের উন্নয়নে অবশ্যই নিঃসন্দেহে নৈতিক দায়িত্ব পালনে আন্তরিক। আমার দৃষ্টিতে চলমান বিভিন্ন রকমের অনিয়মের কারণে চলমান উন্নয়নের প্রতিবন্ধকতা ঘটছে ও অনিবার্য কারণে তা বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি অনাগত ভবিষ্যৎ অন্ধকার। দল-মত ঊর্ধ্বে রেখে আপনার মহৎ হৃদয়ের নেতৃত্ব / সামর্থ্য মত সহযোগিতা প্রদানের অনুরোধ ও আহ্বান জানাচ্ছি ।
সংশ্লিষ্ট সংস্থা এবং সকলের সমন্বয়ে বিভিন্ন রকম অনিয়ম কমাতে রাষ্ট্রের অনুমোদিত প্ল্যাটফর্ম বানিয়ে জনস্বার্থে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে আত্ম নিয়োজিত করেছি।
বিজেকেএস-“BJKS”
“বাংলাবন্ধু”
📱০১৮২৭ ৬৭ ৫৫ ৭৭
email-bjks.officialgmail.com
www.banglabandhu.com

 

 

 

 

 

Share Now
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31