আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের প্রস্তুতি নিয়ে কাল মঙ্গলবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক করবেন তিনি। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। সভায় সভাপতিত্ব করবেন গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক। উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031