মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা সেলের সহযোগিতায় সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে চলমান তীব্র তাপদাহে পিপাসার্ত মানুষের মধ্যে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও তরমুজ মিশ্রিত) বিতরণ করা হয়।

আজ ১২ মে ২০২৫ সোমবার সকাল ৯টা থেকে ফটিকছড়ি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানিজিং ট্রাস্টি মওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

চট্টগ্রাম থেকে স ম জিয়াউর রহমান

এসময় পরিদর্শনে এসে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী জানান, ফটিকছড়িসহ সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার এমন উদ্যোগ নেওয়া হয়েছে যা প্রশংসনীয়। তারা এ কাজ না করলে আমরা পৌরসভার পক্ষ থেকে এ কাজটি করার উদ্যোগ ছিল। এ সংগঠন সরকারের অংশীদার হয়ে সরকারী কাজে সহযোগিতা করেছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সমাজসেবক মো: জালাল উদ্দিন, পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি থানার সভাপতি মাষ্টার রতন চৌধুরী, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজ সেবক শামসুল আলম মাষ্টার ( সাবেক মেম্বার), সংগঠনের উপদেষ্টা লায়ন ড. তরুণ কুমার আচার্য, নির্বাহী সদস্য ডা. লায়ন বরুণ কুমার আচার্য, সভাপতি টিটু চৌধুরী, বিপ্লব চৌধুরী, ধীমান দাশ, রুবেল শীল, ঝুন্টু শীল, রনা শীল, সজীব শীল, মানিক বড়ুয়া, টিসু শীল, অর্চনা রানী আচায্য, মো: রবিউল হোসেন, ডা. সুশীল আচার্য্য, সাংবাদিক মন্জু, শিমুল পাল, মিঠু দাশ গুপ্ত, আদেশ শীল সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Share Now
June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30