আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র জরুরী সভা ২৪ মে শনিবার অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন আইওয়্ইাসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । আইওয়াসিএম এর সেক্রেটারী ফারহানা খান যুথীঁর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইওয়াসিএম চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন । আইওয়াসিএম এর কার্যক্রম তোলে ধরেন আইওয়াসিএম চট্টগ্রামের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনার জন্য সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন কে আহবায়ক, নো প্ল্যাস্টিক জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনার জন্য ফাহাদ রাজ কে আহবায়ক ও আসন্ন ১৪ জুন বিশ^ রক্তদাতা দিবস উপলক্ষে প্রোগ্রাম আয়োজন করার জন্য মিরাজ হোসেনকে আহবায়ক করে কমিঠি গঠন করা হয় ।

এছাড়া মে ২০২৫ হতে প্রতি মাসে প্রতিজন সদস্যকে ১০০ টাকা হারে মাসিক চাঁদা প্রদান করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয় । পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয় । সভায় আরো বক্তব্য রাখেন সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন, রেজাউল মোস্তফা মোঃ মিরাজ হোসেন , ফাহাদ রাজ ও উম্মে হাবিবা আইরিন। সভায় নতুন সদস্য স্বপ্না আকতার নিশিকে স্বাগত জানানো হয় । আগামী ২১ জুন ২০২৫ লিডারশীপ ট্রেনিং করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । এছাড়াও আইওয়াইসিএম এর চলমান সচেতনতামূলক প্রকল্প পরিচালনার জন্য চট্টগ্রামের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে

Share Now
June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30