সম্প্রতি সময়ে নির্বাচন সংস্কার আলোচনা সমালোচনা ও দাবি দাওয়া নিয়ে অনেক রকমের গন্ডগোল হট্টগোল সড়ক অবরোধ হসপিটাল অবরোধ নীতিবিহীন দুর্নীতি মব জাস্টিস দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা ইত্যাদি চলমান অবস্থা প্রতিকূল ব্যবস্থাপনা অনুকূলে আনার জন্য যতক্ষণ পর্যন্ত কেউ এগিয়ে আসবে না ।কিছুতেই আমার আপনার সমস্যার সমাধান কখনো সম্ভব নয়।
বাংলায় আমি আপনার বন্ধু হতে চাই আপনি তো বন্ধু হতে চান না। তাহলে বন্ধু হবে কি করে? বন্ধু পাব কোথায়? জনগণের মূল্য নির্বাচন প্রার্থী গণ বুঝেন?
নির্বাচন প্রার্থীগণ বুঝেন কোন দলে গিয়ে টিকিট ক্রয় করে জনগণকে ক্রয় করে নেবেন যে কোন উপায়ে। তাছাড়া আর কোন চিন্তাভাবনায় কেউ আছে বলে মনে হচ্ছে না এবং দেখা ও যাচ্ছে না।
তাহলে শুধু শুধু সংস্কার পরিবর্তনের কথা বলা বলি করেন কেন ? জনগণের প্রশ্ন কোন কিছুই আলোচনা সমালোচনা চলমান আছে পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না চলমান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাহিরে দেখে সারণ জনগণ ধারণা করছেন । পূর্বের চেয়েও আরো বেশি সমস্যায় ফেরত যাবে এবং আরো খারাপের দিকে। আল্লাহ সবাইকে রক্ষা করুক ।
