স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের সব মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করার সুপারিশ করেছে। গতকাল সংসদ সচিবালয়ে কমিটির  বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে। কিন্তু এর সঙ্গে সরকারের অন্যান্য দপ্তরকেও যুক্ত করা প্রয়োজন। যারা মাঠ পর্যায়ে যেমন শিক্ষক, কৃষিকর্মী, সমাজসেবা কর্মী, স্বাস্থ্য কর্মী এদেরও জঙ্গিবিরোধী কাজে যুক্ত করা প্রয়োজন। কমিটি এ জন্য সকল মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদের অবস্থান থেকে জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করার সুপারিশ করেছে। এদিকে বৈঠকে সারা দেশের সকল থানার ওসিদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও ধর্মীয় চেতনাবোধ জাগ্রত করতে নির্দেশ দেয়ার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি টিপু মুনশি বলেন, বিষয়টি প্রতিপালনে কাজ করার জন্য আমরা সব ওসিকে নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বৈঠকে মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষকরা যাতে জঙ্গিবাদকে উস্‌কে দেয়ার মতো বক্তব্য দিতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি, ইমাম-শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিওসহ সকলের সমন্বয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করার জন্য সরকার পুলিশ বাহিনীতে নতুন ৫০ হাজার পদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্তের অংশ হিসেবে ইতিমধ্যে পুলিশ অধিদপ্তরের বিদ্যমান ইউনিটের জন্য মোট ১৩ হাজার ৬৪১টি নতুন পদ সৃজন করার বিষয়ে আলোচনা হয়। টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী অংশ নেন। এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান, পুলিশের আইজিপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031