বাংলাবন্ধু আ,স,ম আক্তার হোসেন বলেন
যুব সমাজ ধ্বংসের পথে সমাজের গাইডিয়ান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।
ভ্যাপ (Vape) হলো ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট।
এটি একটি ব্যাটারিচালিত যন্ত্র, যা নিকোটিন ও রাসায়নিকযুক্ত তরল (ই-লিকুইড) গরম করে ধোঁয়ার মতো বাষ্প (অ্যারোসল) তৈরি করে, যা ব্যবহারকারী গ্রহণ করে। এটি সিগারেটের আসক্তির বিকল্প হিসেবে পরিচিত হলেও, এতেও নিকোটিনসহ ৩০টিরও বেশি ক্ষতিকর রাসায়নিক থাকে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বহন করে।
হয়তো সমাজের বেশিরভাগ লোক জানে তবে আমি আজ এখন জানতে পারলাম।
নৈতিক দায়িত্বে প্রচার করলাম। এখন কি করা উচিত আপনারাই ভেবে দেখুন।